“শিক্ষকের কণ্ঠস্বরের মূল্যায়ন: শিক্ষার জন্য এক নতুন সামাজিক চুক্তির দিকে” (Valuing teacher voices: towards a new social contract for education) এই মূলসুরের আলোকে রাজশাহী ধর্মপ্রদেশের মথুরাপুর ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট রীটাস্ হাই স্কুলে গত ০৫ অক্টোবর ২০২৪ তারিখে উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এতে বিদ্যালয়ের মোট ১২০০ জন শিক্ষার্থী, ২৯ জন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা-অভিবাদন জ্ঞাপন, শুভেচ্ছামূলক স্লোগান ও বাদ্য-বাজনা বাজিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের বিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের হলরূমে প্রবেশ করে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, ধর্মগ্রন্থ থেকে পাঠ ও প্রধান শিক্ষিকা সিস্টার মেরী খ্রীষ্টেল-এর শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য-গীত, কবিতা আবৃত্তি, অভিনয়, শিক্ষকদের উপহার প্রদান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষকগণের প্রতি তাদের অন্তরের শ্রদ্ধা-ভালবাসা নিবেদন করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী তার বক্তব্যে শিক্ষকদের সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন: “শিক্ষকগণ প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছেন। তারা দেশ ও জাতি গঠনের কাজে নিজেদের নিবেদন করেছেন।” বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা রক্ষায় এবং শিক্ষার্থীদের সুশিক্ষাদানের ব্যাপারে সকল অবদানের জন্য শিক্ষকদের প্রতি তিনি কৃতজ্ঞতা নিবেদন করেন এবং শিক্ষকদের মঙ্গল কামনায় ঐশ অনুগ্রহ যাচ্না করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উত্তম রোজারিও

Please follow and like us: