kingessays reviewskingessays reviewsগত ১১ মে ২০১৯ খ্রিস্টাব্দে, শিশুদের পরিবারিক গঠন ও শিক্ষাক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা শীর্ষক মূলসুরের আলোকে রাজশাহী ধর্মপ্রদেশের সুরশুনিপাড়া ধর্মপল্লীর লোভেরে জুনিয়র হাইস্কুলে কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম-এর আয়োজনে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার এবং শিশু সুরক্ষা নীতিমালা ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক সেমিনার। উক্ত সেমিনারে অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সেমিনারে ‘পরিবার ও বিদ্যালয়ে শিশুদের বর্তমান সমস্যা ও অভিভাবক হিসেবে করণীয় এবং শিশু সুরক্ষা নীতিমালা বিষয়ে সহভাগিতা করেন মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম- কারিতাস রাজশাহী অঞ্চল; মানসম্মত ও বহুমূখী শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং প্যারিস কমিটির ভূমিকা বিষয়ে সহভাগিতা করেন ফাদার পল গমেজ, সেক্রেটারি, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন ও ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ। এছাড়া জিপিএ ৫ পাওয়া এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের সফলতার কথাও উক্ত সেমিনারে সহভাগিতা করা হয়।
সেমিনার শেষে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ধর্মপল্লী চত্ত্বরে বৃক্ষ রোপন ছাড়াও উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাঝে একটি করে নিম ও লেবুর চারা বিতরণ করা হয়। সেমিনারে অভিভাবক ও শিক্ষকদের নিকট হতে শিক্ষার্থীদের প্রত্যাশা গ্রহণ, শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে শিক্ষকদের প্রত্যাশা যাচাই এবং শিক্ষকদের নিকট হতে অভিভাবকদের প্রত্যাশা যাচাই করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের সেমিনার আয়োজনের জন্য অভিভাবকগণ কারিতাস ও শিক্ষা কমিশনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ছেলেমেয়েদের সঠিকভাবে পড়ালেখায় অভিভাবকের দায়িত্ব পালন করবেন মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অভিভাবক সেমিনার এবং শিশু সুরক্ষা নীতিমালা ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সেমিনার
Please follow and like us: