গত ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে বোর্ণী ধর্মপল্লীতে ধর্মপল্লীর ১০৪ জন ছেলে-মেয়েকে হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম  শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। সাথে ছিলেন শ্রদ্ধেয় পাল- পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, ফাদার  মিন্টু যোহন রায়, ফাদার সুরেশ পিউরীফিকেন ও ফাদার শ্যামল গমেজ। দীর্ঘ প্রস্তুতির পর হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণের দিন সকাল থেকেই ছেলে- মেয়েদের আগমনে মুখর ছিল ধর্মপল্লী। পবিত্র  খ্রিস্টযাগে ৪ জন সিস্টার ও প্রায় ৬০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

শ্রদ্ধেয় বিশপ বলেন, আজকে যারা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করবে আজ থেকে তোমরা হয়ে উঠবে পরিপূর্ণ খ্রিস্টান। পবিত্র আত্মাকে লাভ করে তোমরা হয়ে উঠবে বলশালী। তোমাদের উচিত পবিত্র আত্মার প্রেরণায় পথ চলা ও সেই ভাবে জীবন-যাপন করা।

পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা বলেন, আজ অত্যন্ত আনন্দের সাথে আমাদের ধর্মপল্লীতে ছেলে-মেয়েরা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেছে। তাই আমি ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে কারণ তিনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। একই  সাথে যারা হস্তার্পণ প্রার্থীদের ধর্মশিক্ষা দিয়েছেন এবং প্রস্তুত করেছেন আপনাদেরও ধন্যবাদ জানাই। আর তোমরা যারা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র খ্রিস্টযাগের শেষে হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণকারী ছেলেমেয়েদের  স্মৃতি কার্ড ও টিফিন প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: