গত ১৮ অক্টোর ২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার মোট ১৩০ জন শিশু ও এনিমেটরসহ নিয়ে রবিবারে পবিত্র খ্রিস্টযাগের পর লূর্দের রাণী মা মারিয়া, বনপাড়া ধর্মপল্লীতে পালিত হলো শিশু মঙ্গল দিবস। আর শিশু মঙ্গল দিবসের মূলসুর ছিল, “ভোজসভায় সবাইকে নিমন্ত্রণ জানাও”।
পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শিশু মঙ্গল দিবস আরম্ভ করা হয়। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা এবং কয়েকজন ফাদারও উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের পর শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন গির্জা হতে পুরাতন গির্জায় শ্লোগানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া হয়।
টিফিনের পর প্রথমে সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। তিনি বলেন, আজকে শিশু মঙ্গল দিবসের মূলসুর হলো, “ভোজসভায় সবাইকে নিমন্ত্রণ জানাও”। এই মূলসুরের পরিপ্রেক্ষিতে তাঁর জীবন সহভাগিতা করেন। তিনি বলেন, “এসো ধর্ম শিখি এবং বিশ্বাসে বেড়ে উঠি”। তিনি আরো বলেন, এই ভোজসভার অর্থ হলো আমরা যেন পবিত্র খ্রিস্টযাগ এবং বাণী পাঠের মাধ্যমে যিশুর সাথে ভোজসভায় অংশগ্রহণ করি।
মূলসুরের উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা। তিনি তাঁর সহভাগিতায় বলেন, আমাদের সবাইকে প্রভুর ভোজে আমন্ত্রণ জানাতে হবে। এমনকি নিজেও প্রভুর ভোজে নিমন্ত্রিত হয়েছি। যিশু শিশুদেরকে আহ্বান করেছেন যেন তারা তাঁর সাথে পথ চলতে পারে। আর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করে আমরা পরস্পেরের সাথে একাত্ম হতে পারি।
শেষে পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দুপুরে আহার ও শেষ প্রার্থনার মধ্য দিয়ে শিশু মঙ্গল দিবস সমাপ্তি করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : শিবলাল মার্ডী