গত ১৯ থেকে ২৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, সাধু যোসেফ ধর্মপল্লী, রহনপুরে প্রাক্-বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে রহনপুর ধর্মপল্লীর অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে ২০জন এবং বন্ধুপাড়া ধর্মপল্লী থেকে ২জন সহ মোট ২২জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলো কাথলিক ১৮ জন, লূথেরান মণ্ডলি থেকে ১ জন, এ্যাডভেন্টিস্ট মণ্ডলি থেকে ১জন এবং২ জন অখ্রিস্টান (বেদীন), যারা পরবর্তীতে খ্রিস্টধর্মে দীক্ষিত হবে এবং কাথলিক মতে বিবাহ আশির্বাদ গ্রহণ করবে।

এই প্রশিক্ষণে সাক্রামেন্তের বিষয়ে ক্লাস দিয়েছেন ডিকন শেখর ফ্রান্সিস কস্তা ও সিস্টার আন্তনিয়েত্তা, সিআইসি। ‘বিবাহ একটি ঐশ্ব পরিকল্পনা ও সাক্রামেন্ত হিসেবে এর গুরুত্ব’ এবং ‘পারিবারিক আয়-ব্যয়ের ধারণা ও ক্রেডিট ইউনিয়ন’ এই দু’টি বিষয়ে ক্লাস দিয়েছেন হাপরুম মি. বার্ণাবাস হাঁসদা। ‘সুষ্ঠু মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণ’ এবং ‘সুখী দাম্পত্য জীবন এবং আদর্শ পরিবার গঠন’ বিষয় দু’টির উপর ক্লাস দিয়েছেন মি. আলেক্স মার্ডি। ‘স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ক শিক্ষা’ এই বিষয়ে শিক্ষা দিয়েছেন সিস্টার মালতি, সিআইসি। ‘দাম্পত্য জীবনের নৈতিকতা ও আধ্যত্মিকতা’ এবং ‘মাণ্ডলিক আইনে বিবাহ ও মিশ্র-বিবাহ’ বিষয়ে ক্লাস দিয়েছেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা। পারিবারিক জীবন সহভাগিতা করেছেন মি. সন্তোষ হাঁসদা ও সাবিনা সরেন। ‘প্রাকৃতিক পরিবার পরিকল্পনা’ (N.F.P.) বিষয়ে ক্লাস দিয়েছেন মিসেস আগ্নেস টুডু।

২৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার সন্ধ্যায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ পবিত্র সাক্রামেন্তের আরাধনা করেন এবং পাপস্বীকার সংস্কার গ্রহণ করেন। রাত্রে তাদের সাথে বোর্ডিংএর ছেলে-মেয়েদেরে অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ অক্টোবর দুপুরে প্রাক্-বিবাহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে এই প্রশিক্ষণ সমাপ্ত করা হয়। সমাপনী বক্তব্যে ফাদার সুশান্ত ডি’কস্তা বলেন, এই প্রশিক্ষণ থেকে যা কিছু শিখেছে তারা যেন তা নিজেদের বিবাহিত জীবনে কাজে লাগিয়ে আদর্শ খ্রিস্টীয় পরিবার গড়ে তুলে তাহলেই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা স্বার্থক হবে।

বরেন্দ্র দূত রিপোর্টার : ডিকন শেখর ফ্রান্সিস কস্তা

Please follow and like us: