গত ০৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে বোর্ণী ধর্মপল্লীতে প্লাটিনাম জুবলীর ক্রুশের পথযাত্রার শুভ উদ্বোধন ও গ্রামের লোকদের কাছে হস্তান্তর করা হয়।পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়, সাথে ছিলেন ফাদার সুরেশ পিউরীফিকেশন । বোর্ণী ধর্মপল্লীর প্লাটিনাম জুবলীর ক্রুশ নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে আধ‍্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন বোর্ণী ধর্মপল্লীবাসী। পবিত্র খ্রিস্টযাগে ২ জন সিস্টার ও প্রায় ৪০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

ফাদার যোহন মিন্টু রায় বলেন, আজ থেকে বোর্ণী ধর্মপল্লীতে শুরু হল প্লাটিনাম জুবলীর আধ‍্যাত্মিক যাত্রা। আপনারা গ্রামে প্রতিটি পরিবারে জুবলীর ক্রুশ নিয়ে প্রার্থনা করবেন। আজ অত্যন্ত আনন্দ নিয়ে প্লাটিনাম জুবলীর ক্রুশ উদ্বোধন করা হয়েছে এবং প্রথমে একটি ক্রুশ মানগাছা গ্রামে আরেকটি ক্রুশ চামটা গ্রামে হস্তান্তর করা হয়েছে। এভাবে প্রতিটি গ্রামে ক্রুশ যাবে এবং পবিত্র খ্রিস্টযাগ হবে।

পবিত্র খ্রিস্টযাগের পর মানগাছা ও চামটা গ্রামের খ্রিস্টভক্তগণ জুবলীর ক্রুশ গ্রামে নিয়ে যান।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: