রক্ষাকারিণী মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার নবাই বটতলা ধর্মপল্লী, গোদাগাড়ী, রাজশাহীতে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থোৎসব মহাসমারোহে উদযাপিত হবে। এই তীর্থোৎসবে বিশপ মহোদয়ের নামে ধর্মপ্রদেশীয় তীর্থ কমিটির পক্ষ হতে আপনাকে/আপনাদের অংশগ্রহণের ও মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের বিশেষ আশির্বাদ ও অনুগ্রহ লাভের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

পর্বকর্তা: ৫০০ টাকা
খ্রিস্টযাগের উদ্দেশ্য: ২০০ টাকা

নয় দিনের নভেনা:
৭-১৫ জানুয়ারি, ২০২৫ খ্রি: (সকাল: ১০:০০ টা ও বিকাল: ৪:০০ টা)
তীর্থের মহা খ্রিস্টযাগ: (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি: (সকাল: ৯:৩০ মিনিট)

বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করবেন:
ফাদার স্বপন পিউরীফিকেশন- ০১৭৪৬১৬৩২০৭
ফাদার লিংকন কস্তা- ০১৯৩১৪০৪৩০১
মি: তিতুলিয়াস মূর্মূ- ০১৭৬৫৭০০১৯৬

খ্রিস্টেতে,
পালক পুরোহিত ও ধর্মপ্রদেশীয় তীর্থ উদযাপন কমিটি
রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লী, নবাই বটতলা
দামকুড়াহাট, গোদাগাড়ী, রাজশাহী।

Please follow and like us: