রক্ষাকারিণী মা-মারিয়ার ধর্মপল্লী নবাই বটতলা ধর্মপল্লীতে ১৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ রবিবার ধর্মপল্লীর বিপুল খ্রিস্টভক্তের উপস্থিতিতে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে ১২ জন প্রার্থীকে বাণীপাঠক পদে এবং ১২ প্রার্থীকে বেদীসেবক পদে প্রতিষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠান ও খ্রিস্টযাগকে কেন্দ্র করে ধর্মপল্লীর খ্রিস্টভক্ত ও প্রার্থীদের মধ্যে গভীর আত্মিক আলোড়ন ও বাহ্যিক আনন্দ প্রকাশিত হয়। অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় প্রার্থীদের জন্য পুনর্মিলন সংস্কারের আয়োজন করা হয় এবং প্রার্থীগণ আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে পাপ-স্বীকার সংস্কার গ্রহণ করেন।
পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপদেশের বিশপ জের্ভাস রোজারিও এবং সহ-অর্পণকারী হিসেবে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন, ফাদার আরতুরো পিমে, ফাদার লিংকন সামূয়েল কস্তা এবং ফাদার বাপ্পী ক্রুশ। বিশপ মহোদয় পবিত্র খ্রিস্টযাগের সময় সিনোডাল মণ্ডলী বিষয়ক গুরুত্বপূর্ণ সহভাগিতা করেন এবং মণ্ডলীতে খ্রিস্টভক্তদের দায়িত্ব ও কর্তব্যগুলোর উপর আলোকপাত। সেই সাথে বিশপ মহোদয় খ্রিস্টভক্তদের পবিত্র উপাসনায় আরো সক্রিয় ও প্রাণবন্ত অংশগ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন এবং মণ্ডলীর সেবা-কাজে ভক্তজনগণের ভূমিকা বৃদ্ধির আহ্বান করেন। পাল-পুরোহিত তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রার্থীদের প্রস্তুতির সময় তিনি লক্ষ্য করেছেন খ্রিস্টভক্তগণ মণ্ডলীর এই সেবা-দায়িত্বের পদগুলো লাভ করার জন্য ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা প্রকাশ করেছেন এবং পবিত্র খ্রিস্টযাগে খ্রিস্টভক্তগণের সার্বিক দিক দিয়ে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং আধ্যাত্মিক উন্নয়ন সাধন হয়েছে।
পবিত্র খ্রিস্টযাগের শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে বিশপ মহোদয়ের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং বাণীপাঠক ও বেদীসেবক পদ লাভকারীদের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে, ধর্মপল্লী ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে বিশপ মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নানা উপহার প্রদান করা হয়।
বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা রীতি এবং পবিত্র খ্রিস্টযাগের পর ভক্তজনগণের উদ্যোগে ও ধর্মপল্লীর সিস্টারগণের সহয়তায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ধর্মপল্লীর স্কুলপড়ূয়া শিশু-কিশোর ও সদস্যরা অংশ গ্রহণ করেন এবং তাদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে সকলের আনন্দকে আরো বাড়িয়ে তোলেন। পরে, তাৎপর্যপূর্ণ আনন্দঘন দিনটি বাণীপাঠক ও বেদীসেবক পদ লাভকারীদের প্রীতিভোজের মধ্য দিয়ে দিনের সকল কার্যক্রম সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার লিংকন সামূয়েল কস্তা