‘পালকীয় ও প্রেরিতিক অনুপ্রেরণায় সিনোডাল যাজক গঠন : পাল-পুরোহিত ও অভিভাবকদের ভূমিকা’ উক্ত মূলসুরের আলোকে গত ১৮ নভেম্বর রোজ সোমবার রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজক ও ব্রতধারী-ব্রতধারিণী কমিশনের সহযোগিতায় সাধু পিতর সেমিনারীতে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার উইলিয়াম মুর্মু, বিভিন্ন ধর্মপল্লীর পাল-পুরোহিত ও অভিভাবক ও সেমিনারীয়ানসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলন ও ছোট প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ সাধু পিতর সেমিনারী আপনাদের পদচারণায় মুখরিত। আমরা অত্যন্ত আনন্দিত এ কারণে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে সমস্ত কাজ ফেলে এসেছেন তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের পুণ্যপিতা পোপ মহোদয় চান মিলনধর্মী মণ্ডলী গড়ে তুলতে। আর মিলনধর্মী মণ্ডলী গড়ে তুলতে হলে সর্বপ্রথম সেমিনারীতেই সঠিক গঠন দান করতে হবে। তাই আজকে আপনাদের ডাকা হয়েছে একজন গঠনপ্রার্থীকে গঠন দানে আপনার আমার ভূমিকা কি তা আলোচনা করার জন্য।

মূলসুরের উপর আলোচনা ও সহভাগিতা করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি তার সহভাগিতায় বলেন, বর্তমান সময়ে একজন যাজককে নানামূখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কারণ বর্তমান সময়ে একজন যাজককে যাদের সাথে কাজ করতে হয় তারা দিনে দিনে উচ্চশিক্ষা লাভ করছে। মিলনধর্মী মণ্ডলী গড়ে তুলতে প্রয়োজন মিলন -অংশগ্রহণ – প্রেরণ। একজন সেমিনারীয়ানকে আমরা চেষ্টা করি ঠিক সেইভাবেই গঠন প্রদান করতে। আর একজন সেমিনারীয়ানকে গঠন দানের জন্য প্রয়োজন অনেক অর্থের। আমরা ধর্মপ্রদেশ থেকে তা চেষ্টা করি পূরণ করতে কিন্তু একজন পিতা-মাতা হিসেবে আমাদেরও উচিত সেমিনারীয়ানদের সাহায্য-সহযোগিতা করা। আর তাই পরিবার ও সমাজে একজন সেমিনারীয়ানের পিতা-মাতা হিসেবে সেই ভূমিকা পালন করতে হবে। গঠনদানের কাজ শুধু পরিচালকের একার না এটা আমাদের সকলের।

মা-বাবা/খ্রিস্টভক্ত হিসেবে একজন সেমিনারীয়ানের গঠন কাজে কিভাবে অংশগ্রহণ করতে পারি? বিশপ মহোদয়ের এ প্রশ্নের আলোকে তিনটি দলে বিভক্ত হয়ে সকলে দলীয় আলোচনা ও রিপোর্ট পেশ এবং উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা সভা শেষে সেমিনারীতে বিভিন্ন ফলজ বৃক্ষরোপণ করা হয়।
বিশপ মহোদয় ও অন্যান্য যাজকগণের সহার্পিত খ্রিস্টযাগের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়। খ্রিস্টযাগে উপদেশবাণীতে বিশপ মহোদয় একজন সেমিনারীয়ানের দায়িত্ব-কর্তব্য ও সাধু পলের জীবনী সহভাগিতা করেন।

পরিশেষে পরিচালকের সমাপণী বক্তব্য ও রাতের আহারের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ডানিয়েল লর্ড রোজারিও

Please follow and like us: