গত ১৬ নভেম্বর রোজ শনিবার “ মিলন সাধনা : অন্তর্ভুক্তি ও সংহতি” মুলসুরকে কেন্দ্র করে মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীর বিভিন্ন পর্যায়ের ৪০ জন সদস্যকে নিয়ে অনুষ্ঠিত হলো অর্ধদিবসব্যাপী পালকীয় সন্মোলন। উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার দানিয়েল রোজারিও ও ফাদার অনিল মারান্ডী।
প্রথম অধিবেশনে মূলসুরের উপর আলোচনা করেন শ্রদ্ধেয় ফাদার দানিয়েল রোজারিও। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন মিলনধর্মী মণ্ডলী ভক্তদের মধ্যে গড়ে তোলে মিলন; অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্বের মধ্য দিয়ে একত্রে পথ চলার অঙ্গীকার। মণ্ডলী হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে সকলেরই স্থান রয়েছে। মণ্ডলীর প্রাণ হলো পবিত্র আত্মা। সংলাপ চর্চা ভালোবাসা প্রকাশেরই একটি মাধ্যম। প্রতিটি গ্রামে, এলাকায় সংলাপের মাধ্যমে ভালবাসা, ধ্যানধারণা আদান-প্রদান করতে হবে।
দ্বিতীয় অধিবেশনে ধর্মপল্লীর বিভিন্ন বাস্তবতা তুলে ধরে পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ তার বক্তব্য প্রদান করেন। পরে দলীয় আলোচনা, রিপোর্ট পেশ ও আগামী এক বছরের জন্য বিভিন্ন কর্মসূচির প্রস্তাব করা হয়।
পরিশেষে পাল-পুরোহিতের সমাপণী বক্তব্য ও দুপুরের আহারের মধ্য দিয়ে অর্ধদিবসব্যাপী পালকীয় সন্মেলন সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ডানিয়েল লর্ড রোজারিও