৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে অর্ধদিবসব্যাপী জমিজমা ও আইনি জটিলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় সুরশুনিপাড়া ধর্মপল্লীতে। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, ফাদার ব্লেইজ সুমিত কস্তা, ফাদার লিংকন কস্তা, ফাদার ডেভিড পালমা, মূলভাবের ওপর আলোচক রাজশাহী জজ কোর্টের সিনিয়র এডভোকেট নরেন জের্ভাস টুডুসহ মুণ্ডুমালা, সুরশুনিপাড়া, নবাই বটতলা ও আন্ধারকোঠা ধর্মপল্লী থেকে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।
আমাদের ধর্মপ্রদেশের অধিকাংশ পরিবার জমিজমা সংক্রান্ত নানাবিধ সমস্যার দ্বারা আক্রান্ত। জমিজমা ও আইনি সমস্যা নিঃসরণে কি করতে হবে তাও সঠিকভাবে জানি না। আমরা এই সেমিনার থেকে যা শিখব তা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত জমিজমা ও আইনি জটিলতা বিষয়ক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমরা অনেকে আইন জানি না বলে অপরাধ করি। ফলে সমস্যা সমাধানের চেয়ে বরং সমস্যায় আরো বেশি জর্জরিত হই।
স্বাগত বক্তব্যে ফাদার প্রদীপ কস্তা বলেন, আমাদের অনেকের জমিজমা সংক্রান্ত সমস্যা রয়েছে, কিন্তু সেগুলো সমাধানের কোনো উদ্যোগ নেই। আমরা যেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে সক্ষম হই এবং অন্যের সমস্যা সমাধানে সহায়তা করতে পারি। সেমিনারে এডভোকেট নরেন জের্ভাস টুডু জমিজমা সংক্রান্ত আইনের ইতিহাস, অভিজ্ঞতার আলোকে আদিবাসীদের জমিজমার বিভিন্ন সমস্যা এবং সেগুলোর আইনি সমাধান বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে অংশগ্রহণকারী বাবুলাল মুর্মু এই সেমিনার থেকে বাস্তবমুখী পরামর্শ এবং দিকনির্দেশনা জমিজমা ও আইনি সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে অনুরোধ জানান এই ধরণের সেমিনার যেন ভবিষ্যতে আরো আয়োজন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: জেরম অজয় মুর্মু