খ্রিস্টেতে ভ্রাতৃগণ,
আপনারা অবগত আছেন যে খ্রিস্ট জন্মের ২০২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস কাথলিক মণ্ডলির ঐতিহ্য অনুসরণ করে জুবিলী বর্ষ ঘোষণা করেছেন। এই বছর ২৪শে ডিসেম্বর পোপ ফ্রান্সিস রোমে অবস্থিত সাধু পিতরের মহামন্দিরের প্রধান দরজা উন্মোচন করে বা খুলে দিয়ে এই জুবিলী বা খ্রিস্টবর্ষ ঘোষণা করবেন। আমরা যিশুখ্রিস্টের জন্মতিথীর পুণ্যরাতের খ্রিস্টযাগে সেই কথা মনে করে বিশেষ প্রার্থনা করব।
রাজশাহী ধর্ম প্রদেশের প্রতিটি ধর্মপল্লী ও উপধর্মপল্লীর প্রধান গীর্জা সমূহের দরজা খোলার অনুষ্ঠান হবে আগামী ৫ জানুয়ারী ২০২৫ রবিবার দিন। সেদিন পৌরহিত্যকারী যাজক বিশেষ প্রার্থনা উচ্চারণ করে (ক্ষমার অনুষ্ঠানসহ) গীর্জার প্রধান ফটক বা দরজা খুলে সবার অগ্রে ভিতরে প্রবেশ করবেন এবং তার পরে সকল খ্রিস্টভক্তগণ প্রবেশগীতি গাইতে গাইতে গীর্জায় প্রবেশ করবেন। যাজকের সঙ্গে থাকবে সেবক / সেবিকাগণ; তবে সবার অগ্রে থাকবে ধূপ ও ক্রুশ। যাজক পবিত্র জল সিঞ্চন করতে করতে বেদীর দিকে এগিয়ে যাবে।
গীর্জা ঘরে সকলে প্রবেশ করলে জয়পরমেশ^র গান দিয়ে শুরু করে যথারীতি খ্রিস্টযাগ চলবে। সেইদিন পবিত্র খ্রিস্টযাগে যোগদান করে এবং খ্রিস্টজুবিলী বর্ষে ধর্মপ্রদেশের ক্যাথেড্রাল গীর্জায় পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে পাপের পূর্ণদন্ডমোচন লাভ করা যাবে। আমরা আমাদের দরিদ্র ও অসহায় ভাইবোনদের প্রতি দয়া প্রদর্শন করে এবং আমাদের হৃদয়ে তাদের স্থান দিয়ে আমরা তাদের প্রতি খ্রিস্টীয় ভালবাসা প্রকাশ করতে পারি। কারণ যীশু নিজেই বলেছেন, “আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনেরও প্রতি যা কিছু করেছ, তা আমারই প্রতি করেছে” (মথি ২৫:৩৭-৪০)। এইভাবে ভালবাসার সংস্কৃতি গড়ে তুলে আমাদের পরিবারে, সমাজে ও স্থানীয় মণ্ডলিতে শান্তি ও ন্যয্যতা স্থাপন করতে পারি।
আসুন আমরা পবিত্র মন নিয়ে এই জুবিলী বর্ষে আমাদের প্রভুর কাছে এগিয়ে যাই। এই জুবিলীর প্রাক্কালে আনন্দিত ও কৃতজ্ঞ মনে গাই, “স্তুতি গানে চলো চলো তাঁরই সিংহদ্বারে, তাঁর প্রাঙ্গনে করো প্রবেশ প্রফুল্ল অন্তরে ….” (গীতাবলী ৩৯৯)। আশা করি আমরা ২০২৫ খ্রিস্টাব্দটিকে পবিত্রভাবে খ্রিস্টের সাথে যুক্ত হয়ে উৎযাপন করে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করতে পারব। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। শিশু যিশু আমাদের শান্তিধন্য করুণ।
শুভ বড়দিন ও নব বর্ষের শুভেচ্ছাসহ খ্রিস্টেতে আপনাদের সেবায়,
বিশপ জের্ভাস রোজারিও
রাজশাহী ধর্মপ্রদেশ