বনপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ১৪ জোড়া দম্পত্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো বিবাহিত জীবনের ২৫ ও ৫০ বছরের জুবিলী অনুষ্ঠান। এতে ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ২ জোড়া দম্পতি এবং ১২ জোড়া দম্পত্তি রজত জয়ন্তী উদযাপন করেন। এদিন সকালে খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং তাকে সহায়তা করেন ধর্মপল্লীর পাল-পুরোহিতসহ প্রায় ৬ জন ফাদার।

খ্রিস্টযাগে উপদেশ বাণীতে বিশপ মহোদয় বলেন, আমাদের নাজারেথের পবিত্র পরিবারের আদর্শ নিয়ে সেই মোতাবেক পথ চলতে হবে। জুবিলী হলো ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন। তাই এদিনে আপনাদের সুন্দর জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে পবিত্র বাইবেলে আমরা শুনেছি যিশুর এবং তার মায়ের কথোপকথন। অনেক সময় আমরাও আমাদের সন্তানদের কথা বুঝতে পারি না কিন্তু হৃদয়ে ধারণ করি। আসুন, আজ নিজেদের সংসার জীবনের জন্য ঈশ্বরের আশির্বাদ ও অনুগ্রহ যাচনা করি।

খ্রিস্টযাগের শেষে পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত কারণ প্রায় ১৪ জোড়া দম্পতিদের নিয়ে আমরা পরিবার দিবস উদযাপন করছি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি। বিশপ মহোদয় ও অন্যান্য ফাদারগণকে ধন্যবাদ জানাই তাদের উপস্থিতির জন্য। আপনাদের কাছে অনুরোধ করব সন্তানদের ধর্মীয় জীবনে প্রবেশ করতে অনুপ্রাণিত করবেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও

Please follow and like us: