রিপোর্টার: ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি

শ্রেণীকক্ষে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখা একজন শিক্ষক-শিক্ষিকার কাজ। সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে পাঠদান প্রস্তুত, প্রতিদিনের পাঠ প্রতিদিন তৈরী এবং কোন ভাবেই যেন কোন শিক্ষার্থী বঞ্চিত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখা একজন শিক্ষক-শিক্ষিকার নৈতিক দায়িত্ব বলে আন্তঃধর্মীয় সংলাপ সেমিনারে অভিমত ব্যক্ত করেন বিশপ জের্ভাস রোজারিও। তিনি আরো বলেন, শিক্ষকগণ সমাজের বিবেকের মতো দণ্ডায়মান। দক্ষ মানবসম্পদ তৈরীতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকের অবহেলায় যেন কোন শিক্ষার্থী ঝরে না পড়ে। শিক্ষকগণই শান্তিপূর্ণ আন্তঃধর্মীয় সহাবস্থানে থেকে সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকণের মাধ্যমে সুন্দর একটা আবাসস্থল ও সুশিক্ষায় সমৃদ্ধ জাতি উপহার দিতে পারে।

১৭ জানুয়ারী রাজশাহী ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে ও মুক্তিদাতা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫জন শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে আন্তঃধর্মীয় সম্প্রীতি, আমাদের জীবন নীতি মূলভাবকে কেন্দ্র করে অর্ধদিবসব্যাপী আন্তঃধর্মীয় এই সংলাপ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি বিশপ জেভার্স রোজারিও, ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আহ্বায়ক ও সেক্রেটারী ফাদার প্যাট্টিক গমেজ, মুক্তিদাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি, রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সামশন হাঁসদা ও ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার শেখর কস্তা।

পবিত্র গ্রন্থ থেকে পাঠ ও উদ্বোধনী নৃত্য সহযোগে অতিথিসহ সকলকে বরণ করা হয়। সকলের মঙ্গল কামনায় অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করেন। শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক ফাদার প্যাট্টিক গমেজ বলেন, বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্মের লোক শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করি। একে অপরের বিপদে আপদে এগিয়ে যাই। এছাড়াও কর্মক্ষেত্রে আমাদের প্রতিদিন আন্তঃধর্মীয় সহাবস্থান প্রকাশ পায়।

তিনটি ধর্মের আলোকে আন্তঃধর্মীয় সংলাপের ওপর আলোচনা করেন মোহাম্মদ মহিউদ্দীন মিঠু, নন্দিতা সাহা ও ফাদার প্যাট্টিক গমেজ । এছাড়াও সেমিনারে শিক্ষক-শিক্ষিকারা মুক্তালোচনা, প্রশ্ন-উত্তর ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন করেন। হলি ক্রস স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুরভী রোজারিও এই ধরণের আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন যেন আরো আয়োজন করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।

Please follow and like us: