সংবাদদাতা: ক্যারোলিনা মুর্মু 

খ্রিস্টিয় বিবাহ হচ্ছে একটি আহ্বান আর খ্রিস্টান হিসেবে এই আহ্বানে বিশ্বস্তভাবে সাড়া দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত প্রাক্-বিবাহ প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা।

সুরশুনিপাড়া ধর্মপল্লী ও অন্যান্য কয়েকটি ধর্মপল্লী থেকে মোট ৪৪ জন প্রার্থী এই প্রাক্-বিবাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিবাহ প্রস্তুতির গুরুত্ব, উদ্দেশ্য-লক্ষ্য, সুষ্ঠ মনোনয়ন ও সঠিক সিদ্ধান্ত, সাক্রামেন্ত ও মাণ্ডলিক শিক্ষা, বিবাহ একটি ঐশ পরিকল্পনা, খ্রিস্টধর্মীয় প্রার্থনা ও ধর্মশিক্ষা, পারিবারিক জীবনে প্রার্থনা এবং আধ্যাত্মিক মিলন, অংশগ্রহণ ও প্রেরণ, পারিবারিক জীবনে আধ্যাত্মিকতা, নৈতিক শিক্ষা, পারিবারিক অর্থনৈতিক বাজেট ও আয়-ব্যয় এবং প্রাকৃতিক পরিবার পরিকল্পনা বিষয়ে প্রার্থীদের শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাঁদপুকুর ধর্মপল্লী থেকে আগত লুসি মায়া তির্কী বলেন, আমাদের বিবাহিত জীবন সুন্দর এবং গঠনমূলক করার জন্য এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Please follow and like us: