সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই

কাটাডাঙ্গা ধর্মপল্লীতে সাধু পৌলের পর্ব পালন এবং নবনিযুক্ত পাল পুরোহিতকে বরণ করা হয়। সেই সাথে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার রঞ্জিত খ্রিস্টফার কস্তা, ওএমআইকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ২৬ জানুয়ারি পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন বিদায়ী পাল পুরোহিত ফাদার রঞ্জিত কস্তা, ওএমআই, নবনিযুক্ত পাল পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই এবং সহকারি ফাদার প্লাবন রোজারিও, ওএমআই। পর্ব উপলক্ষে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০০ খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, সাধু পল মণ্ডলীর ভিত্তিস্বরূপ। তাঁর কারণেই অন্যদের মধ্যেও খ্রিস্টবাণী প্রচারিত হয়। সাধু পল আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি পাপের পথ ত্যাগ করে যেভাবে যিশুকে গ্রহণ করেছিলেন ঠিক তদ্বরূপ আমাদেরও মন পরিবর্তন করার প্রয়োজন রয়েছে।

খ্রিস্টযাগের পর ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বোর্ডিংএর ছেলেমেয়েরা নাচ, গান ও সাধু পৌলের জীবনীর ওপর নাটক উপস্থাপনা করে। সেই সাথে বিদায়ী ও নবনিযুক্ত ফাদারদ্বয়কে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Please follow and like us: