সংবাদদাতা: ফাদার মাইকেল হাঁসদা
শিশুরাই মণ্ডলীর ভবিষ্যত। শিশুদের নৈতিক গঠন, খ্রিস্টিয় মূল্যবোধ ও আধ্যাত্মিক গঠনের ওপর জোর দেওয়া জরুরী। শিশুদের সার্বিক গঠন ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা দরকার বলে চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত শিশুমঙ্গল দিবসে পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া এই কথা বলেন। ২৫ থেকে ২৬ জানুয়ারী চাঁদপুকুর ধর্মপল্লীর পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত শিশুমঙ্গল দিবসের মুলসূর ছিলো ‘জাতিসমূহের মাঝে আশার কর্মী’।
বিভিন্ন গ্রামের শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিশুদের আগমন ও রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। এরপর ছিলো উদ্বোধনী নৃত্য, শুভেচ্ছা বক্তব্য ও গ্রামভিত্তিক পরিচয় প্রদান অনুষ্ঠান। পিএমএস ঢাকা থেকে সিস্টার মারীয়া দাশ ও সিস্টার ঝুমাসহ তিনজন সিস্টার, দুইজন সার্বক্ষণিক কাটেখিস্ট ও দশজন এনিমেটর শিশুমঙ্গল দিবসে শিশুদের সাথে যুক্ত ছিলেন। মৌলিক প্রার্থনা শিক্ষাদান, প্রতিযোগীতা, এ্যাকশন সং, খেলাধুলা, গানক্লাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা প্রদান করা হয়। খ্রিস্টযাগের পর শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দর্যালী।
ফাদার বাবলু কোড়াইয়া, এনিমেটর, সিস্টার ও শিশুদের অংশগ্রহণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা গৃহীত হয়। পরিকল্পনায় নয়টি বিষয়ে গুরুত্ব প্রদান করে সারা বছর শিশুদের কার্যক্রম পরিচালিত হবে। অংশগ্রহণকারী শিশুদের মধ্যে জিনিয়া এক্কা তার অনুভূতি ব্যক্ত করে বলে, এবারের শিশুমঙ্গল দিবস উদযাপন করতে পেরে আমার খুব ভালো লেগেছে। প্রতিবছরই যেন শিশুদের নিয়ে এই ধরনের কার্যক্রম করা হয়। জিনিয়া এক্কা সকল শিশুকে শিশুদের সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।