সংবাদদাতা: ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি
‘সুস্থ দেহ, সুস্থ মন’। সুস্থ থাকতে চাইলে খেলাধুলা ও কায়িকশ্রমের বিকল্প নেই। তবে অনেকে মোবাইলে খেলাধুলায় অভ্যস্থ। ফলে মন ও দেহ সুস্থ থাকে না। আমরা অধিক বছর বাঁচতে চাইলে ভোরে ঘুম থেকে উঠতে হবে। ২৯ জানুয়ারী বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, স্কুলের প্রধান কাজ শিক্ষার আলো প্রদান। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুক্তিদাতা স্কুল তাই প্রদান করছে। আমি তোমাদের ওপর অনেক আশা রাখি। তোমরা একদিন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজশাহী কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া ও বাগানপাড়া ক্যাথিড্রালের সহকারী পাল পুরোহিত ফাদার শেখর কস্তা। অতিথিদের বরণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
রাজশাহী কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম বলেন, আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ। কারণ আমাদের সন্তানদের শরীর ও মনকে সুস্থ রাখতে এই খেলাধুলার আয়োজন করেছেন। তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম অব্যাহত রাখতে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, পড়াশোনায় ভালো করার জন্য খেলাধুলা খুবই জরুরী।
ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ছিলো আকর্ষণীয় উদ্বোধনী দলীয় নৃত্য। এছাড়াও কুজকাওয়াজ এবং বিভিন্ন ধরণের খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন বলেন, আমরা কেউ হারি না, বরং জয়ী হই অথবা শিখি। তোমরা যারা পুরষ্কার পাবে তাদের অভিনন্দন।