সংবাদদাতা: ফাদার উজ্জ্বল রিবেরু
পোপ সাধু ষষ্ঠ পল সেমিনারীতে বিদায়ী পরিচালককে ধন্যবাদ ও নবাগত পরিচালকে বরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি ধন্যবাদ ও বরণানুষ্ঠান খ্রিস্টযাগে প্রধান পৌরহিতকারী ফাদার দিলীপ এস. কস্তা বলেন, গঠনদান কঠিন একটি কাজ; তবুও ভবিষ্যৎ মণ্ডলীর জন্য এই কাজ আমাদের চালিয়ে যেতে হয়। ফাদার লিপন রোজারিও পরিচালক হিসাবে দক্ষতার সাথে এই কাজ সম্পন্ন করেছেন। ধর্মপ্রদেশের পক্ষ থেকে এই সেবাদানের জন্য ফাদারকে ধন্যবাদ। নতুন পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশনের জন্য রইল শুভেচ্ছা।
ফাদার লিপন রোজারিও চার বছর পোপ সাধু ষষ্ঠ পল সেমিনারীতে পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আর নবাগত পরিচালক হিসাবে ফাদার সুরেশ পিউরীফিকেশন দায়িত্ব গ্রহণ করেন।
Please follow and like us: