সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা

নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। ঢাকা হলি ক্রস কলেজের আর্থিক অনুদান ও কারিতাস রাজশাহীর সার্বিক সহযোগিতায় ৩ ফেব্রুয়ারি এই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন, হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, সিএসসি ও কারিতাস রাজশাহীর নব নিযুক্ত আঞ্চলিক পরিচালক আরোক টপ্য।

অতিথিদের আসন গ্রহণ, পবিত্র বাইবেল পাঠ, প্রার্থনা, ফুলের শুভেচ্ছা ও বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম সকাল ১১টায় শুরু হয়। শীতবস্ত্র হিসাবে প্রত্যেককে কম্বল এবং দম্পতিদের শাল ও জ্যাকেট প্রদান করা হয়। পাল পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন হলি ক্রস কলেজের এই উদ্যোগ এবং রাজশাহী কারিতাসের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please follow and like us: