গত ২২ থেকে ২৪ মে ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো বেদী সেবক-সেবিকাদের নিয়ে বাৎসরিক প্রশিক্ষণ সেমিনার । যুগে যুগে খ্রিস্টবাণী প্রচার ও মন্ডলীতে সাধু-সাধ্বীদের অবদান বিষয়ক সহভাগিতা করেন ফাদার মিন্টু জের্ভাস রোজারিও। পবিত্র সাক্রামেন্ত ও যাজকের ভূমিকা নিয়ে সহভাগিতা করেন ফাদার শৈবাল রোজারিও এছাড়াও বেদী সেবকদের কাজ ও ভূমিকা নিয়ে আলোচনা করেন ফাদার হেনরী পালমা ও ফাদার প্রদীপ টি. কস্তা । এরপর ছিলো ধর্মপল্লী ভিত্তিক বাইবেলীয় অভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেবক-সেবিকারা এই বাৎসরিক প্রশিক্ষণ সেমিনার থেকে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা নিয়ে পুণ্য বেদীতে যীশুর সেবা কাজ করার জন্য মনে গভীর আনন্দ নিয়ে তারা নিজ নিজ বাড়ি ফিরে যায়। এই বাৎসরিক প্রশিক্ষণ সেমিনারটি পরিচালনা করেন ফাদার সুব্রত টি. কস্তা। এতে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিলো ১৬৫ জন।
বেদী সেবক-সেবিকাদের বাৎসরিক প্রশিক্ষণ সেমিনার
Please follow and like us: