সংবাদদাতা: ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন
আমরা প্রত্যেকে ঈশ্বরের নিকট উৎসর্গীকৃত। যেদিন দীক্ষাস্থান লাভ করেছি সেদিনই বিভিন্ন জীবন গ্রহণের জন্য নিবেদিত হয়েছি। তাই প্রত্যেককেই নিজ নিজ জীবনাহ্বান বিশ্বস্তভাবে যাপন করতে হয়। রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার, ব্রাদার ও সিস্টারকে আজকের এই বিশেষ দিনে তাদের ত্যাগস্বীকার ও ঈশ্বরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করায় ধন্যবাদ জানাই। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে কর্মরত ফাদার, সিস্টার ও ব্রাদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত নিবেদিত জীবন দিবস উদযাপন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। ১২ ফেব্রুয়ারি ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে বিশপ হাউজে এই পর্ব উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানের মূলভাব ছিলো ‘নিবেদিত জীবনে মিলন সাধনা’।
মূলভাবের ওপর উপস্থাপনা প্রদান করেন ফাদার দিলীপ এস. কস্তা । তিনি পবিত্র বাইবেল, মণ্ডলীর ইতিহাস ও সাধু-সাধ্বীদের জীবনের আলোকে নিবেদিত জীবনের বিষয়ে সহভাগিতা করেন। ফাদার দিলীপ এস. কস্তা বলেন, জীবন ঈশ্বরের দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার এবং তা সাজিয়ে তুলতে আমরা প্রত্যেকেই আহুত। কেননা ঈশ্বর মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করে ভাল-মন্দ বেছে নেবার মতো বুদ্ধি-বিবেচনা দান করেছেন।
তিনি আরো বলেন, নিবেদিত জীবনের আনন্দ হলো নিঃশর্তভাবে ঈশ্বরের ইচ্ছাকে ব্যক্তি জীবনে গ্রহণ করা। এছাড়া সংঘবদ্ধ জীবনের বাস্তবতাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করা। আনন্দময় জীবন হলো সবকিছু সন্তুষ্টি মনে গ্রহণ করা এবং বিশ্বস্ত থাকা। পোপ ফ্রান্সিস বলেন, “আমি তোমাদের একটি কথাই বলতে চাই এবং তা হচ্ছে ‘আনন্দ’। যেখানে রয়েছে উৎসর্গীকৃত মানুষ, পুরোহিত, সন্ন্যাসব্রতী নর-নারী ও যুবশ্রেণী সেখানেই রয়েছে আনন্দ। এই আনন্দ সজীবতার আনন্দ। যিশুকে অনুসরণ করার আনন্দ। যে আনন্দ জগত দিতে পারে না বরং পবিত্র আত্মা দান করেন”।
সন্ধ্যায় সবার অংশগ্রহণে খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। ফৈলজানা ধর্মপল্লীতে কর্মরত সিস্টার অনিমা, এসএমআরএ অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন। বহু বছর পূর্বে আমি সিস্টার হয়েছি। নিজেকে যিশুর নিকট সমর্পণ করেছি। আর প্রতি বছর যখন এই দিনটি পালন করি তখন নতুনভাবে নিজেকে যিশুর নিকট নিবেদন করে পথচলার শক্তি পাই। রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া বলেন, আজ আমরা রাজশাহী ধর্মপ্রদেশে নিবেদিত জীবন দিবস উদযাপন করছি। অনেক ফাদার, ব্রাদার ও সিস্টার এসেছেন। একে অপরের সাথে নিজের জীবনের আহ্বানকে একাত্ম করার মধ্য দিয়ে মিলন সাধনায় পথ চলবো।