সংবাদদাতা : ফাদার শ্যামল জেমস্ গমেজ

“শিশুরাই ক্ষুদে প্রেরণকর্মী” মূলসুরকে কেন্দ্র করে বনপাড়াতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ১৬ ফেব্রুয়ারি শিশুমঙ্গল দিবসে ফাদার-সিস্টার, শিশু এনিমেটরসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৪৫ জন। খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, ছোট ছোট কাজের মধ্য দিয়ে শিশুরাই প্রেরণকর্মী বা মিশনারী, তাই পরিবারে তাদেরকে যত্ন ও সাহায্য-সহযোগিতা দিয়ে গড়ে তুলতে হবে, কেননা শিশুরাই শিশুদেরকে সাহায্য করে।

পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে আনন্দর‌্যালী করা হয়। ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ শিশুমঙ্গল দিবসের মূলসুরের ওপর সহভাগিতায় বলেন, শিশুরা, তোমরাই যেহেতু যিশুর কাছের মানুষ তাই তোমরা সহজে যিশুর কথা শুনতে ও বুঝতে পার। সত্য কথা বলা, বড়দের কথা শোনা এবং ছোট ছোট প্রার্থনা ও কাজের মধ্য দিয়ে তোমরা যিশুর ক্ষুদে প্রেরণকর্মী হয়ে ওঠতে পার। শিশুদের অংশগ্রহণে ছিলো বাইবেল কুইজ, নৃত্য ও প্রার্থনা প্রতিযোগিতা।

Please follow and like us: