সংবাদদাতা: ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি

মুক্তিদাতা হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্যতা ও আনন্দ-উৎফুল্ল সহকারে পালন করা হয়। খ্রিস্টযাগের মধ্যে দিয়ে শহীদের আত্মার কল্যাণে প্রার্থনা ও প্রভাতফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। স্কুলের সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার শেখর কস্তা এবং প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষিকা মনিকা ঘরামী শুভেচ্ছা বক্তব্য এবং সবিতা মারাণ্ডী একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তাৎপর্যপূর্ণ সহভাগিতা করেন। তারা বলেন, সকলকে আরো বেশী দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ভাষার প্রতি আমাদের সকলের দরদবোধ থাকা দরকার। প্রত্যেকে যেন ভাষার শুদ্ধ ব্যবহার করি।

দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণী। করে।

Please follow and like us: