বরেন্দ্রদূত সংবাদদাতা

ধর্ম, বর্ণ, শ্রেণি-জাতি নির্বিশেষে বাংলাদেশ সবার। বাংলাদেশের বিভিন্ন অর্জনে সব ধর্মের মানুষের সহযোগিতা ছিলো। যেকোন মূল্যে আমরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবো; যেন হাজার বছরের যে ঐতিহ্য তা রক্ষা করতে পারি। আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যেন কোন দুর্বৃত্ত সমাজ তথা দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। ২২ ফেব্রুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রাল ধর্মপল্লী পরিদর্শনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‍উপদেষ্টা এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

আদিবাসী নৃত্য ও ফুলের মধ্য দিয়ে মাননীয় উপদেষ্টাকে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজ, ফাদার, সিস্টার ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী মাননীয় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজশাহী শহরে আমরা খ্রিস্টানগণ অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে একত্রে বসবাস করছি। অন্য ধর্মানুসারীরা আমাদের নানাভাবে সহযোগিতা করেন। এছাড়াও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আমাদের খোঁজখবর নেন। ফাদার মারাণ্ডী সকল সহযোগিতার জন্য মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, ধর্ম উপদেষ্টা মহোদয় অত্যন্ত আন্তরিক। আমাদের কথা চিন্তা করে তিনি এখানে এসেছেন। আমাদের সমস্যা তিনি আগ্রহের সাথে শোনেন। তাই মাননীয় ধর্ম উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ। ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজ বলেন, খ্রিস্টানগণ বাংলাদেশে স্বল্প সংখ্যক হলেও বাংলাদেশ বিনির্মাণে তাদের রয়েছে ব্যাপক অবদান। মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় খ্রিস্টান সম্প্রদায় শুধু নয় বরং তিনি প্রত্যেকটি ধর্মের মানুষের খোঁজ রাখেন। আর আমাদের ভালবেসে তিনি এখানে এসেছেন।

 

Please follow and like us: