সংবাদদাতা: লর্ড রোজারিও
সাধু পিতর ছিলেন মণ্ডলীর প্রথম পোপ। পাথর হচ্ছে একটি বিল্ডিং বা গৃহের শক্ত ভিত্তি আর যিশু সেই পিতর অর্থ্যাৎ প্রস্তরের ওপর মণ্ডলী স্থাপন করেছিলেন। সাধু পিতরের রক্তে যে মণ্ডলী স্থাপিত হয়েছে তা কখনো বিলীন হবে না। ২২ ফেব্রুয়ারি মুশরইল ধর্মপল্লী ও সেমিনারির প্রতিপালক সাধু পিতরের মহাপর্বীয় খ্রিস্টযাগে ফাদার দিলীপ এস. কস্তা একথা বলেন।
পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার দিলীপ এস. কস্তা। পর্বীয় খ্রিস্টযাগে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ২৭ জন ছেলে-মেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে তাই আপনাদের সকলকে ধর্মপল্লীর পালপুরোহিত হিসেবে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী একজন প্রার্থী অনুভূতি প্রকাশ করে বলে, আজ আমার অনেক আনন্দ লাগছে কারণ আজ আমি যিশুকে গ্রহণ করেছি। খ্রিস্টযাগের পরে ধর্মপল্লীর খ্রিস্টভক্ত ও সেমিনারিয়ানদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।