সংবাদদাতা: শর্মী কস্তা

কারিতাসে কর্মরত প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে আসা। সবাই মিলে কারিতাস পরিবার গঠন করে একই লক্ষ্যের দিকে আমাদের যাত্রা। আর আজ আমরা আমাদের নিজ নিজ পরিবার নিয়ে সবাই একত্রিত হয়েছি। পরিবার মানেই ভালবাসা। আমরা যেন পরিবারের সবাই সবাইকে সন্মান করি, ভালোবাসি ও সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেই। ১৫ ফেব্রুয়ারি কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সকল পর্যায়ের কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারের অংশগ্রহণে সাফিনা পার্ক এণ্ড রিসোর্ট গোদাগাড়ী, রাজশাহীতে অনুষ্ঠিত কারিতাস পরিবার দিবস উদযাপনের প্রধান অতিথির বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।

কারিতাস পরিবার দিবসের মূলসুর ছিলো ‘পরিবারের ভালোবাসা ও বন্ধনে মেতে উঠি মিলন উৎসব‘। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছিলো ৮৭৮ জন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুচিত্রা সুমনা কস্তা, সদস্য, সাধারণ পরিষদ, কারিতাস বাংলাদেশ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রোনমি এণ্ড এএমপি এগ্রিকালচার এক্সটেনশন, রাজশাহী বিশ^বিদ্যালয় এবং সামসন হাঁসদা, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, রাজশাহী কলেজ। পরিবার দিবসের মূলসুরের ওপর আলোচনা করেন ফাদার প্যাট্রিক গমেজ।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, কারিতাস রাজশাহী অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কতগুলো পরিকল্পনা সামনে রেখেছি। বিশেষ করে কারিতাস রাজশাহী অঞ্চলের পুরুষ ও নারী নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আধ্যাত্মিক উন্নয়ন, সিএমএফপি প্রকল্পের সূচককে নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করা। তিনি আরোও বলেন, কারিতাস পরিবার দিবসের আরেকটি উদ্দেশ্য হলো, একে অপরের সাথে পরিচিত হওয়া, শিশুদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কারিতাসের সকলে সব সময় যেমন ভালোবাসা ও একাগ্রতা দিয়ে কাজ করেছে তেমনি ভবিষ্যতেও কাজ করবেন।

কারিতাস রাজশাহী অঞ্চলের সাধারণ পরিষদের সদস্য সুমনা সুচিত্রা কস্তা বলেন, আমি কারিতাস পরিবারের একজন সদস্য হতে পেরে খুবই আনন্দিত। কারিতাসের কোন প্রয়োজনে ডাকা হলে আমি সর্বাত্মক সাড়া দিবো। স্যামশন হাঁসদা বলেন, পরিবার দিবসের মধ্য দিয়ে কারিতাসের সদস্যদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় হবে এবং এরই ধারাবাহিকতায় কাজের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

ফাদার প্যাট্রিক গমেজ পরিবার দিবসের মূলসুরের ওপর আলোকপাত করে বলেন, ভালোবাসা ও বন্ধন পরিবারের প্রাণ। ভালবাসার জন্য দুঃখ হয়, অভিমান হয় কিন্তু ভালবাসার মধ্য দিয়ে পরিবার শুরু হয়। আমরা যেন পরিবারের সবাই ভালবাসার বন্ধনে আজীবন আবদ্ধ থাকি। কারিতাস পরিবার দিবসে ছেলেমেয়েদের জন্য খেলাধুলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিলো।

 

Please follow and like us: