সংবাদদাতা: সুশীল টুডু
রাজশাহী ধর্মপ্রদেশের বিবলিক্যাল ও ক্যাটেক্যাটিক্যাল কমিশনের উদ্যোগে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপল্লীগুলোর কাটেখিস্ট ও সিস্টারদের তপস্যাকালীন প্রস্তুতি নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়। ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ৪০ জন কাটেখিস্ট সিস্টার ও মাষ্টার এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন। ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি নির্জন ধ্যানের মূলসুর ছিলো ‘ঐশবাণী পরিত্রাণের আশা’।
নির্জন ধ্যান পরিচালক ছিলেন ফাদার অনীল মারাণ্ডী। তিনি সহভাগিতায় ঐশবাণীর আশা ও প্রার্থনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বাণী প্রচারকদের জীবনে বিশ্বাস, আশা, ভালোবাসা ও প্রার্থনা জীবন সমন্ধে তিনি আলোচনা করেন।
Please follow and like us: