সংবাদদাতা: জনি জেমস্ মুরমু, সিএসসি
“শিশুরা শিশুদের সাহায্য করে” মূলভাবের আলোকে ফৈলজানা ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ২ মার্চ ৮৬ জন শিশু, এনিমেটর এবং অভিভাবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
খ্রিস্টযাগে পাল পুরোহিত ফাদার হেমলেট, সিএসসি বলেন, শিশুরা অনুকরণ করতে পছন্দ করে। তাই শিশুদের সামনে সকলের ভালো আদর্শ স্থাপন করা উচিত। খ্রিস্টযাগের পর শিশুদের অংগ্রহণে ছিলো আনন্দ র্যালি। মূলভাবের ওপর রিজেন্ট জনি জেমস্ মুরমু, সিএসসি বিভিন্ন ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিশুদের শিক্ষা দেন। শিশুরা কিভাবে আরো বেশি একে অন্যকে সাহায্য করতে পারে সে বিষয়ে তিনি শিশুদের উৎসাহ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিলো বাইবেল ভিত্তিক নাটিকা উপস্থাপন।
Please follow and like us: