সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও
“আমার যা আছে তা সহভাগিতা করব” মূলসুরকে কেন্দ্র করে সাধু পৌলের ধর্মপল্লী কাটাডাঙ্গাতে বিভিন্ন গ্রাম হতে আগত শিশু ও শিশু এনিমেটরদের নিয়ে সারাদিনব্যাপী শিশুমঙ্গল দিবস উদযাপিত হয়। ২ মার্চ অনুষ্ঠিত শিশুমঙ্গল দিবসে এনিমেটর ও সালেসিয়ান সিস্টারগণসহ ২২০ জন শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানসূচিতে ছিলো শিশুদের নিয়ে র্যালি, মূলভাবের ওপর পাল পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই এর সহভাগিতা, খেলাধুলা, খ্রিস্টযাগ, পুরস্কার বিতরণী ও দুপুরে প্রীতিভোজ।
মূলসুরের ওপর খ্রিস্টযাগের উপদেশে ফাদার প্লাবন রোজারিও,ওএমআই, শিশুদের সরলতা, কোমলতা, নিষ্পাপময়তা, সহযোগিতা, নিয়মিত ধর্মচর্চা, খ্রিস্টযাগে যোগদান ও শিশুরা শিশুদের সাহায্য করে বিষয়গুলো আলোকপাত করেন।
Please follow and like us: