সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস
ময়মনসিংহ ধর্মপ্রদেশে সম্প্রতি শেষ হয়েছে জাতীয় যুব দিবস। এতে বাংলাদেশের ধর্মপ্রদেশগুলো থেকে প্রায় পাঁচশত এর অধিক যুবারা অংশগ্রহণ করে। যুব দিবসের মূল কেন্দ্র হচ্ছে যুব ক্রুশ; প্রতিবছর যুব দিবস পালনের উদ্দেশ্য যুব ক্রুশ এক ধর্মপ্রদেশে হতে আরেক ধর্মপ্রদেশে যাত্রা করে কড়া নাড়ে প্রত্যেক যুবাদের হৃদয়ে। এরই ধারাবাহিকতায় যুব দিবস ২০২৫ এর সমাপ্তি লগ্নে জাতীয় যুব কমিশন এই যুব ক্রুশ হস্তান্তর করে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন এর হাতে। এই সময় রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ও রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন অতি আনন্দের সহিত উল্লসিত মনে যুব দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে এই ক্রুশ গ্রহণ করে ধর্মপ্রদেশের পথে যাত্রা করে।
৩ মার্চ সকালে জাতীয় যুব ক্রুশ এসে পৌঁচ্ছায় রাজশাহী ধর্মপ্রদেশের প্রাণকেন্দ্র উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে। ধর্মপল্লীর প্রবেশদ্বারে সান্তালী কৃষ্টিতে যুব ক্রুশ বরণ করেন ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রিষ্টভক্ত, এনিমেটর-ভলেন্টিয়ার ও যুবক-যুবতীরা। শুরুতেই নাচ-গান ও শোভাযাত্রার মাধ্যমে যুব ক্রুশটি গির্জায় স্থাপন করে মাল্যদান ও ধূপারতির মাধ্যমে ভক্তি প্রদর্শন করা হয়। ক্রুশ স্থাপন শেষে হলে অনুভূতি ব্যক্ত করে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, আমি জাতীয় যুব দিবসে যেতে পারিনি ঠিকই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে রাজশাহীর যুবাদের যুব ক্রুশ গ্রহণের প্রাণচাঞ্চলতা দেখেছি এবং বুঝেছি সত্যিই তারা যুব ক্রুশকে গ্রহণ ও ধারণ করতে কতটা আগ্রহী।
যুব ক্রুশ স্থাপনের পর পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস গমেজ। খ্রিস্টযাগের পর প্রত্যেকে যুব ক্রুশের কাছে আসেন প্রার্থনা করতে।