সংবাদদাতা: ব্রাদার অ্যালেক্স পেরেরা, সিএসসি
হলিক্রস স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল ও কলেজ প্রাঙ্গণে অর্ধদিবসব্যাপী অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন নির্জন ধ্যান। ৭ মার্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি, ভাইস প্রিন্সিপাল ব্রাদার অর্পণ পিউরীফিকেশন, সিএসসি, অন্যান্য ব্রাদার, শিক্ষক-শিক্ষিকা এবং উল্লেখ্যযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী।
প্রায়শ্চিত্তকালীন অনুধ্যান পরিচালনা করেন ফাদার সাগর কোড়াইয়া। তিনি তার সহভাগিতায় বলেন, প্রায়শ্চিত্তকাল হচ্ছে আমাদের চিত্ত শুদ্ধিকরণের সময়। উপবাস, প্রার্থনা ও দয়াদান করলেও আমরা যদি সুন্দর মনের মানুষ হয়ে উঠতে না পারি তাহলে প্রায়শ্চিত্তকালীন এই তিনটি অনুশীলন শুধুমাত্র বৃথা।
Please follow and like us: