সংবাদদাতা: ফাদার ব্লেইজ সুমিত কস্তা

বোর্ণী ধর্মপল্লীর ফাদার এ. কান্তন মিলনায়তনে উদযাপিত হয় নারী দিবস। ৮ মার্চ জোনাইল খ্রীষ্টান এগ্রিকালচারাল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে নারী দিবসে উপস্থিত ছিলেন ফাদার আন্তনী হাঁসদা, সিস্টার পুষ্প রোজারিও, ক্রেডিটের চেয়ারম্যান বার্নাবাস ক্যান্টন রোজারিও, ভাইস-চেয়ারম্যান শ্যামল হিউবার্ট কস্তা ও ৫০০ নারী।

খ্রিস্টযাগের মধ্য দিয়ে নারী দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর নারীদের অংশগ্রহণে ছিলো বর্ণাঢ্য আনন্দর‌্যালী। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বার্নাবাস ক্যান্টন রোজারিও উদ্বোধনী বক্তব্যে বলেন, নারী দিবস সফল হোক, নারী দিবসে সকল নারীকে একসাথে থাকতে হবে। ফাদার আন্তনী হাঁসদা বলেন, আমরা সব সময় নারীদের পাশে আছি। নারী দিবসে যেমন নারীরা সকলে একত্রিত হয়েছে ঠিক তেমনিভাবে যেনো সকল নারী সকল কাজে এবং সকল ক্ষেত্রে অংশগ্রহণ করেন। নারী দিবসের মূলসুরের ওপর টগর পিরিচ নারীদের কিভাবে একত্রিত থাকতে হবে, নারীরা কিভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাবে ও নারীরা কি করে পরস্পরকে সহযোগিতা করবে বিষয়ে সহভাগিতা করেন। তিনি আরো বলেন, নারীরা যেনো একে অন্যের পিছনে পরে না থাকে যেনো একে অন্যের সহযোগিতা করেন।

Please follow and like us: