ফাদার সমর দাংগ ও.এম.আই.
লক্ষণপুর ধর্মপল্লীতে একশত বিশজন শিশুর অংশগ্রহণে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপিত হয়। ৮ মার্চ শিশুমঙ্গল দিবসের বিষয়বস্তু ছিল “শিশুরাই মণ্ডলীর ভবিষ্যত প্রেরণকর্মী”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে এনিমেটরগণ শিশুদের নিয়ে আসেন।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সমর দাংগ ও.এম.আই. মূলসুরের আলোকে সহভাগিতায় বলেন, শিশুরাই মণ্ডলীর ভবিষ্যত এবং তারা দৈনন্দিন জীবনে বিভিন্ন শিক্ষা গ্রহণ ও নিজেদের জীবনকে গঠনের মাধ্যমেই মণ্ডলীর ভবিষ্যত প্রেরণকর্মী হয়ে উঠে। প্রত্যেক শিশুই যেন প্রতিদিন প্রার্থনা করার অভ্যেস গড়ে তোলে এবং প্রতি রবিবার খ্রিস্টযাগে আসে। শিশুরা বর্তমানে তাদের গুণ ও দক্ষতা অনুসারে ধর্মপল্লীর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে মণ্ডলীর ভবিষ্যত প্রেরণকর্মী হিসাবে গড়ে তুলতে পারে।
Please follow and like us: