ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি

ইদানিং বাংলাদেশে বহু নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। দুঃখের বিষয়, নারী শিশুদের সুরক্ষায় তেমন কোন জরুরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। শিশু নির্যাতনের কারণে পরিবারের সবাই অসহায় হয়ে পড়ে। কোন ধরণের প্রশাসনিক সহায়তা যে পরিবারের সদস্যরা নিবে সে সাহসও অনেকে করতে পারে না। ১০ মার্চ রাজশাহীর ক্যাথিড্রালের মুক্তিদাতা হাইস্কুলে ছাত্রীদের জন্য নারী শিশু সুরক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী এই কথা বলেন।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নারী শিশু নির্যাতনের হার আগে যেমন ছিলো এখনো তেমনি দেখা যাচ্ছে। বরং বর্তমানে এর চিত্র আরো ভয়াবহ। শিশুদের নিরাপত্তা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু পরিবারের অনেকের দ্বারাই নারী শিশু নিগৃহীত হচ্ছে। রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনকে নারী শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার আয়োজন করায় ধন্যবাদ জানাই।

সেমিনারে মূলবক্তা হিসাবে ছিলেন মঞ্জু বিশ্বাস। তিনি বলেন, নারী শিশুদের প্রতি শারীরিক নির্যাতনই একমাত্র নির্যাতন নয়। এর পাশাপাশি আরো নানা ধরণের নির্যাতন দেখা যায়। নারী শিশুদের আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক যত্নে যদি কেউ অবহেলা করে সেটাও নির্যাতনের পর্যায়ে পড়ে। এই ধরণের নির্যাতন রোধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শিশুরা ফুলের মতো। ফুলকে কেউ টোকা দিলে যেমন এর পাপড়ী ঝরে পড়ে ঠিক একইভাবে শিশুদের নির্যাতন করলে তাদেরও জীবনের পাপড়ী পড়ে যায়। তাই শিশুদের ইতিবাচক ও নেতিবাচক স্পর্শ সমন্ধে জানা জরুরী।

Please follow and like us: