কাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস পোপ হিসাবে ১২ বছর পূর্ণ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দের ১৩ মার্চ তিনি পোপ হিসাবে নির্বাচিত হন। প্রায় একমাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি তা অতিবাহিত করেছেন। ভাটিকান জানিয়েছে, পোপের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। শ্বাসযন্ত্রের সংক্রমণ দুই ফুসফুসে ছড়িয়ে পড়ায় পোপ ফ্রান্সিসের শ্বাসকষ্ট বাড়ে। এই সমস্যার কারণে তিনি ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। পোপ ফ্রান্সিসের বর্তমান বয়স ৮৮। শারীরিক অসুস্থতার কারণে তিনি আগে থেকেই হুইল চেয়ারে চলাফেরা করছেন।
Please follow and like us: