সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস্ গমেজ

যিশু খ্রিস্টের জন্ম জুবিলী ও প্রায়শ্চিকালীন আধ্যাত্মিক প্রস্ততিস্বরূপ বনপাড়া ওয়াইসিএস’এর ছাত্র-ছাত্রীরা “আশার তীর্থযাত্রী” মূলসুরের আলোকে তীর্থযাত্রা করে। ১৭ মার্চ তীর্থযাত্রাটি অনুষ্ঠিত হয়। ফাদার শ্যামল জেমস্ গমেজ, ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টার জেনীফার, এসএমআরএসহ ৪৫ জন ছাত্রী-ছাত্রী এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করে। তীর্থযাত্রার গন্তব্য ছিল রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীর ‘রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থভূমি। পথিমধ্যে সাধু পিতরের ধর্মপল্লী, সেমিনারী ও রাজশাহী বিশপ হাউস পরিদর্শন করা হয়।

বিশপ হাউজে অংশগ্রহণকারীদের জন্য ছিলো প্রার্থনানুষ্ঠান। এরপর বিশপ জের্ভাস রোজারিও বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, তোমরা বনপাড়ার ওয়াইসিএস দল আজ তীর্থযাত্রী হয়ে এখানে এসেছ। যিশু খ্রিস্টের জন্মতিথী ও জুবিলী বর্ষ উপলক্ষে পুণ্যপিতা ফ্রান্সিস এই বর্ষকে ‘আশার তীর্থযাত্রী’ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমাদের হয়ে উঠতে হবে অন্যের জন্য নিজেকে একটি আশার চিহ্ন। এই আশার মাঝেই আমাদের বিশ্বাস ও জীবনপ্রবাহ নিহিত। আশাহত ও নিরাশাহত মানুষের জন্য তোমরা হয়ে ওঠ যিশুর আশা ও আনন্দ।


নবাই বটতলা ধর্মপল্লীতে ফাদার স্বপন পিউরীফিকেশন নবাই বটতলা তীর্থস্থানের ইতিহাস সহভাগিতা করেন। এরপর খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার শ্যামল জেমস্ গমেজ। বিকালে অংশগ্রহণকারীরা রাজশাহী পদ্মার পাড়ে সময় অতিবাহিত করে।

 

Please follow and like us: