সংবাতদাতা: ফাদার শেখর ফ্রান্সিস কস্তা
“শিশুরা আশার প্রেরণকর্মী” মূলসুরের ওপর রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পালিত হয়েছে পবিত্র শিশুমঙ্গল দিবস। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৩০০ শিশু ও ২৫ জন এনিমেটর এতে অংশগ্রহণ করে।
১৮ মার্চ শিশুমঙ্গল দিবসে খ্রিস্টযাগ অর্পণ করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএসের আহ্বায়ক ফাদার পিউস গমেজ। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশুরাই মণ্ডলীর আগামীদিনের প্রেরণকর্মী হবে, তাই শিশুদের ভালো গঠন প্রদান এবং প্রত্যেককেই শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে। যিশু প্রত্যেক শিশুকেই অনেক ভালোবাসেন। পিতামাতা, শিক্ষক মণ্ডলী, ফাদার, সিস্টার, ও এনিমেটরগণ হলেন শিশুদের জন্য যিশুর প্রতিনিধি তাই তারা যা বলেন প্রত্যেক শিশুকেই সেটা পালন করতে হয়।
খ্রিস্টযাগের পরেই শিশুদের নিয়ে আনন্দর্যালী করা হয়। অনুষ্ঠানে শিশুরা বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগীতা ও বাইবেল কুইজে অংশগ্রহণ করে।