সংবাদদাতা: লর্ড রোজারিও

“সেমিনারীয়ানরা আশার তীর্থযাত্রী” মূলসুরকে কেন্দ্র করে মুশরইলের সাধু পিতর সেমিনারীর পরিচালকদ্বয় ও সেমিনারীয়ানদের অংশগ্রহণে ২০ থেকে ২১ মার্চ নবাইবটতলা ধর্মপল্লীতে সাইকেলযোগে তীর্থযাত্রা ও নির্জনধ্যান অনুষ্ঠিত হয়।

মুশরইল সেমিনারী থেকে নবাইবটতলা ধর্মপল্লীতে সাইকেলযোগে যাত্রাপথে ৫ জায়গায় তীর্থের বিশেষ প্রার্থনা করা হয়। “জুবিলী বর্ষ ও আশার তীর্থযাত্রী” বিষয়ে নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার লিংকন সামূয়েল কস্তা।

ফাদার লিংকন কস্তা সহভাগিতায় বলেন, “আমরা এ পৃথিবীতে সকলেই আশার তীর্থযাত্রী আর আমরা পবিত্র বাইবেলে বিভিন্ন যাত্রার কথা শুনতে পাই। আমাদের আশা ও যাত্রা হলো ঈশ্বরের দিকে আর জুবিলী বর্ষ উপলক্ষে পোপ মহোদয় পুণ্য দরজা উন্মোচন করেছেন। আমরা যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাকে আরো বেশি উপলব্ধি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো।

Please follow and like us: