সংবাদদাতা: স্বপন এল. গমেজ

ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই বিশেষ সন্তান। আমরা কোন না কোন ভাবে প্রতিবন্ধী। আমরা সকলেই সকলকে ভালবাসা ও সম্মানের দৃষ্টিতে শ্রদ্ধা করবো। প্রতিবন্ধী ভাই ও বোনদের জন্য পরিবার ও সরকারের পাশাপাশি সমাজেরও দায়িত্ব ও ভূমিকা আছে। ২০ থেকে ২৩ মার্চ কারিতাস রাজশাহী অঞ্চল ও রাজশাহী ধর্মপ্রদেশের যৌথ উদ্যোগে শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রায় বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।

বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রার মূলসুর ছিল, “আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ, জানি কভূ নিভবে না।” এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ২০৪জন প্রতিবন্ধী ভাই-বোন, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও সিস্টারগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  সাদিকুর রহমান মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার, নিয়ামতপুর উপজেলা, বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি, ফাদার প্যাট্টিক গমেজ, ফাদার লুইস সুশীল পেরেরা এবং ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), কারিতাস রাজশাহী অঞ্চল।

মূলসুরের উপর সহভাগিতা করেন বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি। বিশপ বলেন, সকলেই আমরা পরিবারের সদস্য, ঈশ্বরের বিশেষ পরিকল্পনায় এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্ম হয়, আমরা যেন সৃষ্টিকে ভুলে না যাই। আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবার মাধ্যমে ঈশ্বরকে সেবা করতে পারি এবং আমরা এভাবেই সেবার মাধ্যমে একদিন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারি।

বিশেষ অতিথি জনাব সাদিকুর রহমান মন্ডল বলেন, প্রতিবন্ধী ভাই ও বোনেরা, তোমাদের প্রত্যেককে সুবর্ণ নাগরিক কার্ড সংগ্রহ করতে হবে। এ কার্ড ব্যতীত সরকারি কোন সুযোগ সুবিধা পাওয়া যাবে না। যাদের এখনও সুবর্ণ নাগরিক কার্ড হয়নি, তারা নিজ নিজ উপজেলার সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহের জন্য অনুরোধ করেন। ফাদার প্যাট্টিক গমেজ “আধ্যাত্মিকতা ও নৈতিকতা”বিষয়ের ওপর সহভাগিতা করেন।

এই সেমিনারে অংশগ্রহণকারী একজন প্রতিবন্ধী বোন তার মনের অনুভূতি ব্যক্ত করে বলেন, যদিও আমি হাঁটতে পারি না কিন্তু ঈশ্বরের ভালবাসায় আমি সুন্দর একটি জায়গা পেয়েছি থাকার জন্য এবং সিস্টারগণ আমার যত্ন নিচ্ছেন। এই সিস্টারদের মধ্য দিয়ে আমি ঈশ্বরের ভালবাসা প্রতিনিয়তই উপলব্ধি করছি।

চারদিনব্যাপি এই সেমিনারের মধ্যে ছিল প্রার্থনা অনুষ্ঠান, পবিত্র খ্রিস্টযাগ, জীবন্ত ক্রুশের পথ, ক্রুশ অর্চনা ও পাপস্বীকার, পা ধোয়া অনুষ্ঠান, আলোর শোভাযাত্রা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please follow and like us: