ফাদার মিন্টু যোহন রায়

লুক রচিত মঙ্গলসমাচারের ২৩:৪৩ পদে অনুতপ্ত চোরের অনুতাপ আকুল প্রার্থনার উত্তরে প্রভু যিশু বলেছিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃতলোকে স্থান পাবে।প্রভু যিশুর এই উক্তি গভীরভাবে ধ্যানঅনুধ্যান করলে আমরা পেতে পারি জীবনের আশা, অনুতাপের উপলদ্ধি স্বর্গলাভের পথ।

চোরের আত্মোপলদ্ধি

যিশুকে যখন কালভেরীতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন তাঁর ডান বাম পাশে ক্রুশে দেওয়া হয়েছিল দুজন প্রখ্যাত চোরকে। তারা চুরি, মিথ্যা নানাবিধ অপরাধের দায়ে আপরাধী ছিল। অনেক অবুঝঅহংকারী ইহুদীদের মতো যা তা বলে যিশু বিদ্রুপ অপমান করেছিল। এমনকি এও বলেছিলতুই যদি সত্যিই খ্রিস্ট হোস তবে নিজেকে বাঁচা আমাদেরও বাঁচা (লুক ২৩:৩৯) অন্যজন তথা উল্লেখিত চোর তখন তাকে তিরস্কার করেছিল এবং নিজের পাপস্বীকার করে অনুতপ্ত হয়ে স্বর্গরাজ্যে তাকে স্মরণ করতে যিশুকে অনুরোধ করেছিল। প্রভু যিশু অনুতপ্ত চোরকেও ক্ষমা করে স্বর্গরাজ্যেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দুই চোর আমরা

আসুন ভেবে দেখি কোন চোরের মতো আমরা? সেই আহংকারী বিদ্রুপকারী চোরের মতো, অথবা অনুতপ্ত চোরের মতো? আমরা কেউ শতভাগ পবিত্র বা নির্দোষ নই। কোন না কোনভাবে আমরা পাপী দুর্বল। তবুও হয়তো আমরা অনেকে সাধু সাজার ভান করি এবং সর্বদাই অন্যদের নানাভাবে দোষারোপ করি, হেয় করি, অন্যদের টিটকারী দিই বিদ্রুপ করি!

প্রভু যিশুর উদারতা ভালবাসা

প্রভু যিশু চোরসাধু, ভালমন্দ, পাপীতাপী সবাইকে সমানভাবে শর্তহীনভাবেই ভালবাসেন। তাইতো অনুতপ্ত চোরকে তিনি দিয়েছেন স্বর্গরাজ্যের প্রতিশ্রুতি, “আজই তুমি আমার সঙ্গে সেই অমৃতলোকে স্থান পাবে

প্রভু যিশুর আহ্বান

. ‘আমরা সবাই পাপীএই নম্রতা নিয়ে যেন জীবন যাপন করি এবং আমরা যেন পরস্পরকে দোষারোপ না করি।
. পরস্পরকে যেন ক্ষমা করি
. একে অন্যকে যেন টেনে নীচে না নামাই বরং ঊর্ধ্বে তুলে ধরিস্বর্গের পথ দেখাই।
. নিজে দোষী বা পাপী হয়েও যেন অন্যকে বিদ্রুপ না করি দোষী সাব্যস্থ না করি।
. স্বর্গে যাবার জন্য যেন তৃষিত থাকি প্রার্থনা করি।

সকলের জন্য প্রেরণা লুক ২৩:৪৩ পদ

প্রভু যিশু দরদী দয়ালু প্রভু, যিনি অনুতপ্ত পাপীদেরও স্বর্গে নিয়ে যান। আমাদের শুধু প্রয়োজন অনুতাপ, নম্রতা প্রার্থনা। অদ্যই: প্রভু যিশু সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে আছেন যাত্রা করছেন। অমৃতলোক: স্বর্গরাজ্যআমাদের আশা ভালবাসা।

Please follow and like us: