সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই
“আমরা সবাই আশার তীর্থযাত্রী” মূলসুরকে কেন্দ্র করে সাধু পলের ধর্মপল্লী, কাটাডাঙ্গায় সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন ধ্যানসভা। প্রায়শ্চিত্তকালীন এই ধ্যানসভায় ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৭০জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
২৬ মার্চ অনুষ্ঠিত সভার মূলসুরের ওপর ফাদার প্লাবন রোজারিও, ওএমআই সহভাগিতা করেন। তিনি বলেন, আমরা যেন জুবিলীবর্ষে প্রত্যেকেই আশার মানুষ হয়ে উঠি এবং বাস্তবজীবনেও আশার ওপর গুরুত্ব দিই। আমাদের জীবনে আশার অভাব কোন কোন ক্ষেত্রে অনুভব হয়? কোন কোন ক্ষেত্রে আশা হারিয়ে ফেলেছি? আবার কোন কোন ক্ষেত্রে আশা ধরে রাখছি? এই বাস্তব প্রশ্নগুলো আমরা যেন ধ্যান করি।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো পাপস্বীকার, ক্রুশের পথ ও পবিত্র খ্রিস্টযাগ। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল-পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই। উপদেশে জুবিলী বর্ষে আমাদের করণীয় বিষয়ে তিনি আলোচনা করেন।