সংবাদদাতা: কেরোলিনা মুর্মু
“সর্বান্তকরণে পিতার কাছে ফিরে এসো” মূলসুরের ওপর সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত ঝলঝলিয়া গ্রামে প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রামের ২৭৭ জন খ্রিস্টভক্ত। ২৮ মার্চ এই সেমিনার উদ্বোধনী প্রার্থনা ও পাল পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা’র শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।
ফাদার উত্তম রোজারিও ‘খ্রিস্টজন্ম জয়ন্তী ও আশার তীর্থযাত্রা’ সম্পর্কে বক্তব্যে বলেন, ২০২৫ খ্রিস্টবর্ষ আমাদের জন্য ঐশানুগ্রহের লাভের বর্ষ। খ্রিস্টজন্মের ২০২৫তম বর্ষ পূর্তিতে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করা এবং বিশ্বাসের জীবনে সমৃদ্ধ হওয়ার জন্য তাঁর কাছে প্রার্থনা করা আমাদের করণীয়। এ জগতে আশার তীর্থযাত্রী হিসেবে পাপ থেকে মন পরিবর্তন করে সর্বান্তকরণে স্বর্গীয় পিতার কাছে ফিরে আসা এবং অন্তরের শুদ্ধতা অর্জন করা আমাদের কর্তব্য। নিকোলাস মুর্মু বক্তব্যে বলেন, এ জগতে আমরা সবাই স্বর্গরাজ্যের দিকে তীর্থযাত্রী। তাই প্রতিদিনকার জীবন যাপনে আমরা যেন খ্রিস্টিয় নৈতিকতা ও আদর্শে পথ চলি এবং আদর্শ খ্রিস্টভক্ত হয়ে উঠি।
সেমিনারের মধ্যে আরো ছিলো পবিত্র ক্রুশের পথ, পাপস্বীকার সংস্কার ও পবিত্র খ্রিস্টযাগ। খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ফাদার প্রদীপ কস্তা, ফাদার লিংকন কস্তা, ফাদার অনীল মার্ডী, ফাদার বিশ্বনাথ মারাণ্ডী ও ফাদার উত্তম রোজারিও।