গত ৩ থেকে ৪ জুন ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেল ও ধর্মশিক্ষা বিষয়ক কমিশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বাইবেল কুইজ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উক্ত কমিশনের দায়িত্বে নিয়োজিত ফাদার ফাবিয়ান মার্ডি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে আগত দ’ুজন সম্মানিত অতিথি ছেলে-মেয়েদের বাইবেলের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে ধারনা দেন এবং নানা প্রশ্নের মাধ্যমে সবাইকে বাইবেল পড়তে উৎসাহ প্রদান করেন। তারা সবার হাতে বাইবেলের নতুন নিয়ম অংশটি তুলে দেন, পরে ফাদার ফাবিয়ান তাদেরকে ধন্যবাদ জানান। রাতের আহারের পর মার্ক রচিত মঙ্গসমাচারের উপর শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এর পরে সকালে শুরু হয় মার্ক রচিত মঙ্গলসমাচারের উপর ধর্মপল্লী ভিত্তিক মৌখিক প্রতিযোগিতা পরিচালনা করেন ফাদার উত্তম রোজারিও। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফাদার ফাবিয়ান অন্যদিকে অংশগ্রহণকারী ছেলে-মেয়েদের মধ্য থেকে কয়েকজন সামনে এসে বাইবেল কুইজে এসে তারা কী শিক্ষা পেয়েছে তা সহভাগিতা করে। এই বাইবেল কুইজ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত হাই স্কুল পর্যায়ের মোট ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Please follow and like us: