সংবাদদাতা: সুশীল বার্ণাবাস টুডু
নবাই বটতলা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের সহযোগিতায় ধর্মপল্লীর খ্রিস্টভক্তের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিনব্যাপী নেতৃত্ব, জমিজমা ও আইনি জটিলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ অনুষ্ঠিত উক্ত সেমিনারে ধর্মপল্লীর অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম থেকে গ্রাম প্রধান, গির্জা মাষ্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রার্থনা, বাইবেল পাঠ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম আরম্ভ হয়। ধর্মপল্লীর পাল-পুরোহিতের স্বাগত বক্তব্য প্রদানের পরে সেমিনারটি দুটি অধিবেশনে পরিচালিত হয়। প্রথম অধিবেশনে, রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও মাণ্ডলিক আইন অনুসারে পালকীয় পরিষদ গঠনতন্ত্র, সদস্যদের দায়িত্ব, কর্তব্য, সদস্য নির্বাচন, সদস্য পদ বাতিল পদ্ধতি ও সার্বিক দিক নিয়ে অলোচনা করেন।
দ্বিতীয় অধিবেশনে জমিজমা ও আইনি জটিলতার ওপর তথ্য, উপাত্ত, আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন এ্যাডভোকেট জের্ভাস নরেন্দ্রনাথ টুডু। জমি রেকর্ড বিষয়ে ও রেকর্ড সংশোধন কিভাবে করতে হবে, জমি খারিজ ও খারিজ সংশোধন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। পরে, উপস্থিত অংশগ্রহণকারীদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্ন উত্তরপর্ব অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট টুডু, তাদের সমস্যার আলোকে উত্তর দিয়ে সমাধান করেন।
সেমিনারে অংশগ্রহণকারী কার্লোস হেম্ব্রম বলেন, এই ধরনের বাস্তবধর্মী সেমিনারের আলোচনা আমাদের নিত্যদিনের বিষয়। তাই আজকের এই সেমিনারের শিক্ষা আমাদের খুবই কাজে লাগবে। এমন ধরনের আরো সেমিনার প্রত্যাশা করি।