সংবাদদাতা: সৈকত জেমস কাউরিয়া

“বৈষম্যহীন সম্প্রীতির বন্ধনে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যুব সমাজের প্রত্যাশা” মূলসুরের ওপর বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম), রাজশাহী ধর্মপ্রদেশের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। ২৮ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত এই সেমিনারে BCSM- এর সকল  ইউনিট ও ধর্মপল্লীর প্রতিনিধি যুবারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সেমিনারটি আমন্ত্রিত ফাদার ও সিস্টারগণের আসনগ্রহণ ও প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া। মূলসুরের ওপর ভিত্তি করে আলোচনা ও সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফাদার শ্যামল জেমস গমেজ, যুব সমন্বয়কারী, রাজশাহী  ধর্মপ্রদেশ। এরপর বিসিএসএম এর রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিনিধিদের পরিচয় পর্বশেষে বিসিএসএম-এর  ওপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন  বিসিএসএম এর রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিনিধি যোসেফ তরঙ্গ। তিনি আলোচনায় বিসিএসএম এর ভিত্তি, লক্ষ্য, উদেশ্য  ও গঠনপ্রণালী, ছাত্র সমাজে  বিসিএসএম এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।  সবশেষে ক্রুশের পথের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

দ্বিতীয় দিন সকালে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের  বিশপ জের্ভাস রোজারিও। বিসিএসএম-এর আন্তর্জাতিক সেমিনার  The Catholic Youth Leadership Academy (CAYLA), Chiang Mai Thailand Theme: Justice and Care for creation: A Journey of Learning and Sharing-এ  বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা সহভাগিতা করেন বিসিএসএম এর রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিনিধি সৈকত কাউরিয়া।

শান্তি প্রতিষ্ঠায় যুবাদের ভূমিকা ও প্রত্যাশা, মণ্ডলীতে যুবাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন বিসিএসএম এর চ্যাপলেইন ফাদার প্রশান্ত আইন্দ। এছাড়াও সেমিনারটিতে  দিক-নির্দেশনামূলক সহভাগিতা করেন ফাদার নবীন কস্তা, প্রাক্তন যুব সমন্বয়কারী, রাজশাহী ধর্মপ্রদেশ। দলীয় কাজ, উপস্থাপনা ও মূল্যায়নের পর জাতীয় যুব দিবস ২০২৬ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন ফাদার শ্যামল জেমস গমেজ।

Please follow and like us: