মুণ্ডুমালা ধর্মপল্লীতে খ্রিস্টপ্রসাদ সংস্কার অনুষ্ঠিত
সংবাদদাতা: ফাদার বার্ণাড টুডু
মুণ্ডুমালা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার অনুষ্ঠান। ২৮ মার্চ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রার্থীরা তিনদিনের কমুনিয়ন সংস্কার বিষয়ক ক্লাসে অংশগ্রহণ করে। প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান অনুষ্ঠানে খ্রিস্টযাগ অর্পণ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্নাড টুডু। খ্রিস্টযাগের উপদেশে তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজ যিশুকে রুটির আকারে গ্রহণ করছ। আর এর ফলে তোমাদের যিশুর মতো হয়ে উঠতে হবে। খ্রিস্টযাগের শেষে প্রার্থীদের সার্টিফিকেট, প্রার্থনার বই এবং রোজারীমালা উপহার প্রদান করা হয়।
Please follow and like us: