সংবাদদাতা: শর্মী কস্তা
বাংলাদেশ কারিতাস হচ্ছে বাংলাদেশ বিশপ সম্মিলনীর একটি প্রতিষ্ঠান। বিশপ, ফাদার, সিস্টারগণ সরাসরি কারিতাসের কাজের সাথে যুক্ত না থাকলেও জনগণের মধ্য দিয়ে সেবাকাজ পরিচালনা করে থাকেন। আর কারিতাস ত্যাগ-সেবা অভিযান বেশ ফলপ্রসূভাবে সম্পন্ন করছে; যা অবশ্যই প্রশংসনীয়। অনেকেই আছেন যারা কারিতাসের জন্যে নিবেদিতপ্রাণ। আর এই ধরণের কর্মীদের কারিতাস কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় যা একান্ত দরকার। ‘এসো, বিশ্বাস ও আশায় একসাথে পথ চলি’ মূলভাবের ওপর ৬ এপ্রিল রাজশাহী কারিতাস আঞ্চলিক অফিসের মিলনায়তনে কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ফাদার উইলিয়াম মুর্মু, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার লোটাস চিসিম, অন্যান্য ফাদার, সিস্টার, প্রতিষ্ঠান প্রধান, আমন্ত্রিত অতিথি এবং কারিতাসের কর্মকর্তাগণ।
আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, বাংলাদেশ বিশপ সম্মিলনীকে ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্যই আমরা কারিতাসে কর্মরত আছি। আর এই কারিতাসে অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে সেবা প্রদান করে যাচ্ছেন। আজকে আমরা সেই কর্মীদের কৃতজ্ঞতা জানাবো। এছাড়াও কারিতাস দিবস উপলক্ষে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযানের মূলভাবের ওপর বিভিন্ন ধর্মের আলোকে আমরা আলোচনা শুনবো।
ইসলাম ধর্মের আলোকে মূলসুরের ওপর মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমাদের সৃষ্টির সূত্র একই জায়গায়। ইসলাম ধর্মের আলোকে সব ধর্মের মানুষকে আলাদা করার কোন উপায় নেই। তবে বিভেদ আমরা সৃষ্টি করি। ইসলাম ধর্মে শান্তির কথা বলা হয়েছে। আমরা যদি সত্যিকারের বিশ্বাসী হই তাহলে জীবনের পরিবর্তন আসবে। যারা ইমানদার তারা অপচয় করে না; বরং অন্যের কথা চিন্তা করেন।
খ্রিস্টধর্মের আলোকে ফাদার প্রেমু রোজারিও বলেন, পবিত্র বাইবেলে এসো, বিশ্বাস, আশা, একসাথে এবং যাত্রা শব্দগুলো অসংখ্যবার রয়েছে। এসো শব্দটি আহ্বান ও ডাক। আর এই আহ্বান সবার জন্য। আমাদের আশা মুক্তি ও পরিত্রাণের জন্য। আমাদের আহ্বান দরিদ্র মানুষের জন্য ত্যাগ ও সেবা করার লক্ষ্যে। রাজশাহী কলেজের অধ্যাপক শিখা সরকার হিন্দু ধর্মের আলোকে বলেন, মানুষের কল্যাণ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। অহিংসা, বিশ্বাস, দানশীলতা ও সত্যবাদিতা হিন্দুধর্মের মূল। আশাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের আশা আমরা ঈশ্বরের কাছে যাবো। হিন্দুধর্মের গ্রন্থগুলোতে মানবতার কথাই বলা হয়েছে।
লং সার্ভিস এ্যাওয়ার্ড গ্রহণকারী আনারুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, কারিতাসে কাজ করার মধ্য দিয়ে আমি সৃষ্টিকর্তার কাছাকাছি আসতে পেরেছি। কারিতাসের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।