ফাদার উত্তম রোজারিও

কাথলিক মণ্ডলীতে সাধারণত তিন ধরনের তেলের ব্যবহার লক্ষ্যণীয়।

ক. রোগীদের তেল (ইংরেজী): Oil of the Sick; ল্যাটিন: Oleum Infirmorum; সংক্ষেপে: OI);

খ. কাটেকিউম্যান বা দীক্ষাপ্রার্থীদের তেল (ইংরেজী: Oil of the Sick; ল্যাটিন: Oleum Infirmorum; সংক্ষেপে: OC বা OS) এবং

গ. পবিত্র অভিষেক তেল (ইংরেজী: Sacred Chrism; ল্যাটিন: Sanctum Chrisma; সংক্ষেপে: SC)

পবিত্র তেল সম্পর্কে তের্তুলিয়ানের লেখা: তের্তুলিয়ানের লেখা (Ad Scapulum, 4) থেকে পাওয়া যায় যে, দ্বিতীয় শতাব্দির শেষার্ধে মণ্ডলীতে ২ ধরনের তেলের ব্যবহার প্রচলিত ছিল: ক. অভিষেক তেল (Oil mixed with balsam) যা বিশপ কর্তৃক মহাসমারোহে আশীর্বাদ করা হত এবং খ. সাধারণ তেল যা একটু কম গাম্ভীর্যপূর্ণভাবে আশীর্বাদ করা হত। অভিষেক তেল ব্যবহার করা হত বাপ্তিস্ম ও হস্তার্পণ সাক্রামেন্তের সময় এবং কাটেকিউম্যান ও অসুস্থদের  জন্য সাধারণ তেল ব্যবহার করা হত।

রোগীদের তেল সম্পর্কে সাধু যাকোবের লেখা: রোগীদের তেলের বিষয়ে সাধু যাকোব বলেন যে, “মণ্ডলীর প্রেসবিটারগণ (গ্রিক শব্দ প্রেস্বিটেরস থেকে ইংরেজী প্রিস্ট বা যাজক শব্দের উৎপত্তি হয়েছে) যেন রোগীদের সুস্থতার জন্য রোগীদের তেল ব্যবহার করেন: কেউ কি অসুস্থ রয়েছে? সে তাহলে মণ্ডলীর প্রবীণদের ডেকে আনুক; তাঁরা প্রভুর নামে তাকে তৈললেপন করে তার জন্যে প্রার্থনা করুন।” (যাকোব ৫:১৪)

কাটেকিউম্যান বা দীক্ষাপ্রার্থীদের তেলের প্রাচীন ব্যবহার: কাটেকিউম্যান বা দীক্ষাপ্রার্থীদের তেল আসলে ব্যবহার করা হতো এক্সরসিজম (exorcism) অর্থাৎ অপশক্তি বা ভুত তাড়ানোর উদ্দেশ্যে। এই তেলে পবিত্র আত্মার উপস্থিতি রয়েছে বলে বিশ্বাস করা হতো। সেই সময়ে যেহেতু দীক্ষাপ্রার্থীরা প্রায়ই শয়তান/ভূত/অপশক্তি দ্বারা আক্রান্ত হতো সেজন্য বাপ্তিস্মের আগে তাদেরকে পবিত্র তেল দিয়ে লেপন করা হতো। এভাবেই দীক্ষাপ্রার্থীদের তেলের আবির্ভাব ঘটে।

অভিষেক তেলের ব্যবহার: অভিষেক তেলের ব্যবহার খুবই প্রাচীন। এর রয়েছে এ্যাপস্টলিক অরিজিন বা প্রেরিতশিষ্যগণও যে এই তেল ব্যবহার করেছেন তার প্রমাণ আছে। বর্তমানে কাথলিক মণ্ডলীতে শিশু বা প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে বাপ্তিস্ম প্রদানের পর পরই অভিষেক তেল দিয়ে লেপন করা হয়। হস্তার্পণ সাক্রামেন্ত প্রদানের সময় এই তেল ব্যবহার করা হয়। যাজক অভিষেকের সময় এ তেল যাজকপ্রার্থীর দুই হাতের তালুতে এবং বিশপ অভিষেকের সময় প্রার্থীর মাথায় এ তেল লেপন করা হয়।

অভিষেক তেল সম্পর্কিত নানা তথ্য: ৩৮১ খ্রিস্টব্দে অনুষ্ঠিত কনস্টানন্টিনোপলোর মহাসভার দলিলের ৭নং ক্যাননে অভিষেক তেলের গুরুত্ব সম্পর্কে লেখা রয়েছে। সাধ টমাস আকুইনাস তাঁর শিক্ষায় বলেন যে, অভিষেক তেল (বালসাম মিশ্রিত তেল) স্বয়ং খ্রিস্টের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। (Summa Theologiae IIIa, 72, a. 4)

পোপ চতুর্থ ইউজিন Exultate Deo নামক ঘোষণাপত্রে ঘোষণা দেন যে, হস্তার্পণ সাক্রামেন্তের জন্য অভিষেক তেল আবশ্যক। পরবর্তীতে ট্রেন্ট মহাসভার ৭নং অধিবেশনে স্পষ্ট করে বলা হয় যে, অভিষেক তেল ব্যবহার করেই হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করতে হবে।

তথ্যসূত্র: https://taylormarshall.com/2008/06/origin-of-holy-oil-in-catholic-church.html]

 

Please follow and like us: