সংবাদদাতা: শেলী প্রিসিলা বিশ্বাস

কাথলিক মণ্ডলীতে রোগীদের তেল, দীক্ষাপ্রার্থীদের তেল এবং অভিষেক তেলের ব্যবহার রয়েছে। এই তিন ধরণের তেল ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। তবে এই তিন ধরণের তেল ব্যবহারের মাধ্যমে ভক্তবিশ্বাসীকে খ্রিস্টের সাথে একাত্ম হতে সহায়তা করে থাকে। ৯ এপ্রিল রাজশাহী ধর্মপ্রদেশে তেল আশির্বাদ খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। বিশপ আরো বলেন, যদিও এই অনুষ্ঠান পুণ্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা তবে ধর্মপ্রদেশের সুবিধার্থে পুণ্য বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার এই খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। কিন্তু এই বছর বিশেষ কারণবশত একদিন আগেই তেল আশির্বাদ খ্রিস্টযাগ করা হচ্ছে।

বিকাল ৫টায় ক্যাথিড্রাল ধর্মপল্লী বাগানপাড়াতে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগে ধর্মপ্রদেশে সকল ফাদার, সিস্টার এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগের শেষে ভক্তজনগণের পক্ষ থেকে যাজকদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক এবং পালকীয় পরিষদের সদস্য ড. আরোক টপ্য অনুভূতি ব্যক্ত করে বলেন, যাজকগণ আমাদের প্রত্যেকের জীবনের সাথে অতোপ্রোতভাবে জড়িত। আজ প্রত্যেক যাজককে ধন্যবাদ জানানোর একটি সুন্দর দিন। তাই আমাদের প্রতি যাজকদের আধ্যাত্মিক যত্নের জন্য আন্তরিক ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাই।

Please follow and like us: